AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিললো যুবকের মরদেহ


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১২:৪১ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিললো যুবকের মরদেহ

নিখোঁজের তিন দিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকায় একটি মৎস্য খামারের পুকুর থেকে হৃদয় হাসান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ছোট চন্দ্রাইল এলাকার ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন।

নিহত হৃদয় হাসান সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

হৃদয়ের ভাই মনু মিয়া জানান, “আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ ছিল। তাকে খুঁজছিলাম। সকালে পুকুরে ভেসে থাকা লাশের খবর পেয়ে ছুটে আসি। পরে পুলিশ লাশ উদ্ধার করলে আমরা ভাইয়ের লাশ হিসেবে সনাক্ত করি।”

স্থানীয়রা জানান, সকালে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী জড়ো হন। নিখোঁজ যুবকের নাম হৃদয় হওয়ায় অনেকে ধারণা করেন এটি তারই লাশ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, “৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা মরদেহ সনাক্ত করেছেন।”

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে আইনি প্রক্রিয়া চলমান।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!