AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
১২:৪৮ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক : কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিসি অন্নপূর্ণা দেবনাথ আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। পাশাপাশি গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যম ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা চাই জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে।”

এর আগে তিনি চর-রাজিবপুর উপজেলার একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সদ্য নির্মিত রৌমারী উপজেলা পরিষদের প্রাচীর, মূল ফটক, পাবলিক লাইব্রেরি ও শিশুপার্ক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, কুড়িগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!