AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালী থানার একশ গজ দূরে সরকারি হাসপাতালে চুরি



বোয়ালখালী থানার একশ গজ দূরে সরকারি হাসপাতালে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। লোহার কলাপসিবল গেট কেটে অফিস কক্ষ থেকে ডেস্কটপ কম্পিউটার ও ভ্যাকসিন বিক্রির নগদ টাকা নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অফিসে এসে কর্মচারীরা চুরির বিষয়টি জানতে পারেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার জানান, বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। সকালে এসে দেখা যায়, কলাপসিবল গেটের হোলপাস কেটে ভেতরে ঢুকে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কার্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার হুক কেটে একটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীদের কক্ষের হুক কেটে আরেকটি কম্পিউটার ও মনিটর নিয়ে গেছে। এছাড়া ড্রয়ারে রাখা ভ্যাকসিন বিক্রির নগদ ১৫ হাজার টাকাও চুরি হয়েছে। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র তছনছ করে রেখে যায় চোরের দল।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!