চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু থেকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের আড়াই হাজার মিটার সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম খতিয়ে দেখতে দুদক (দুর্নীতি দমন কমিশন) অভিযানে নামে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর একাত্তর টিভি ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দুদকের প্রধান কার্যালয় রাজশাহী আঞ্চলিক কার্যালয়কে রাস্তাটির গুণগত মান যাচাই করার নির্দেশনা দেয়।
প্রেক্ষিতে দুদকের আঞ্চলিক কার্যালয় থেকে বুধবার দুপুরে ৩ সদস্যের একটি দল রাস্তাটি পরিদর্শন করেন। এ সময় তারা কয়েকটি স্থানের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু এলাকা থেকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সংযোগ সড়কটি দীর্ঘদিন বেহাল দশায় ছিল। পাঁচ মাস আগে শুরু হয় সড়ক সংস্কারের কাজ। ২ হাজার ৫শ মিটার কাজের মধ্যে ২ হাজার ২শ ৫০ মিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে।
তবে সদ্য নির্মিত রাস্তাটি দেখতে গিয়ে দেখা গেছে, নির্মাণের দেড় মাসের মাথায় বিভিন্ন স্থানে গর্ত দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি নির্মাণের সময় অনিয়মের কারণে যেসব স্থানে স্থানীয়রা বাধা প্রদান করেছিলেন, সেখানে গুণগত মান বজায় রেখে কাজ করা হয়নি। ফলে মাত্র ২ মাসের মধ্যে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাস্তা ক্ষয়প্রাপ্ত হতে বসেছে।
দুদকের ৩ সদস্যের দল বিষয়টি যাচাই করতে গিয়ে সদর এলজিইডি কার্যালয়ের বাস্তবায়নে নির্মাণাধীন রাস্তাটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে। ল্যাবের ফলাফল পাওয়ার পর দুদক পরবর্তী ব্যবস্থা নেবে।
দলটির প্রধান সমন্বয়কারী মোঃ আমির হোসাইন জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পাশাপাশি নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে, ১৫ নভেম্বর (এনফোর্সমেন্ট ইউনিট নথি নং ই.এন/রাজশাহী/৮৩১) প্রধান কার্যালয়ের নির্দেশে ৩ সদস্যের একটি দল এনফোর্সমেন্ট অভিযানে আসে।
চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসাইন নিশ্চিত করেন, দুদকের দল রাস্তাটির গুণগত মান যাচাই করতে এসেছে এবং রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তবে তিনি ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হননি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

