ধূমপানমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে এগিয়ে যাওয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন অধূমপায়ী ফোরাম (অফ)-এর তিতাস উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছে। সদ্য ঘোষিত কমিটিতে মোহাম্মদ শাহজামান শুভকে আহ্বায়ক এবং তাসীন তিহামীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ২২ নভেম্বর (শনিবার) বিকেলে গাজীপুর খান বহুমুখী সরকারি স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে তিতাস উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুই দিন পর, ২৪ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে ৪৬ সদস্যের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন ৯ জন উপদেষ্টা এবং ৩৭ জন সদস্য।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সার্জেন্ট মো. জামাল উদ্দিন ভূইয়া, মো. মাসুদুর রহমান, চিকিৎসক জাকারিয়া, জহিরুল ইসলাম মাষ্টার, মো. শাহজাহান এবং আনোয়ার হোসেন।
কমিটির সদস্যরা হলেন: মো. মহসিন হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিয়ন, জাহাঙ্গীর আলম, মো. আক্তার হোসেন, মাহফুজুর রহমান, আলী আজম, আবুল কাশেম, মো. সুমন মিয়া, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মো. তাজুল ইসলাম, কাজী মো. নাহিদ, সঞ্জয় চন্দ্র দাস, কামাল উদ্দিন, মো. মোতালিব হোসাইন, সেলিম রানা, নূরে আলম, মো. আবদুল্লাহ আল মামুন, মো. সোহাগ সরকার, এলাহী বক্স, মো. সোহেল, আতাউর রহমান, মো. মুর্শিদ আলম, মোহাম্মদ সাইফুল ইসলাম, আমিনুল পাঠান, সুলতানা আক্তার, মহিব উল্লাহ, আনিছুর রহমান, আশা মনি এবং রাইসা ইসলাম রুনা।
উপদেষ্টা হিসেবে রয়েছেন: বীর মুক্তিযোদ্ধা মুন্সী জসিম উদ্দিন আহমেদ, মো. ওবায়েদুল হক কবির মাষ্টার, সাংবাদিক মো. শাহজাহান, মো. আমির হোসেন, মো. আবদুর রহমান মুন্সী, ম্যারাথনার মো. ছাদিম আলী, হযরত আলী মাষ্টার, সালাহউদ্দিন ভূইয়া মাষ্টার এবং মোসা. শাহানারা আক্তার।
নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন তিতাস উপজেলার সুশীল সমাজ ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী। তারা বলেন, “অধূমপায়ী ফোরাম এমন একটি উদ্যোগ, যা সমাজকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে কাজ করছে। নিজস্ব অর্থ, শ্রম ও মেধার ভিত্তিতে গড়ে ওঠা এই সংগঠনে নেই কোনো পদ নিয়ে দ্বন্দ্ব বা বিভাজন; বরং রয়েছে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”
অধূমপায়ী ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হানিফ খান এবং সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

