“দেশীয় প্রজাতি, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫-এর কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
পরে জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৃদুল কান্তি দে’র সভাপতিত্বে এবং লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলাম নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ফজলুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল এবং পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদে উপকারভোগীদের সম্পৃক্তকরণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জুড়ী উপজেলায় গরু, মহিষ, ছাগলসহ বহু পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারের উৎপাদিত মাংস, দুধ ও ডিম স্থানীয় চাহিদার একটি বড় অংশ পূরণ করছে। এছাড়া সরকার প্রাণিসম্পদ উন্নয়নে নানামুখী কৃষকবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
র্যালি ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সভায় জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সদস্য কল্যাণ প্রসূন চম্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী, উদ্যোক্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের খামারিরা অংশগ্রহণ করেন। এবারের প্রদর্শনীতে মোট ২৫টি স্টল অংশগ্রহণ করে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

