AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে জমকালো আয়োজনে প্রদর্শনী ও র‌্যালি


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৩৫ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে জমকালো আয়োজনে প্রদর্শনী ও র‌্যালি

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কালীগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে জমকালো আয়োজনে প্রদর্শনী ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্থায়নে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, এস.আই নাজমুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারিবৃন্দ, দর্শনার্থী, সেবা গ্রহীতা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

শুরুতেই লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয় এবং পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিশেষ অতিথি জাকিয়া সরওয়ার লিমা বলেন, “দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। বেকারত্ব দূরীকরণ ও স্বাবলম্বী হতে যুব সমাজকে এই খাতে এগিয়ে আসতে হবে।”

সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, দেশের প্রাণিজ ও আমিষের চাহিদা পূরণে খামারিদের করণীয় এবং বায়োগ্যাস প্লান্টের উপকারিতা বিষয়ে আলোচনা হয়। অতিথিবৃন্দ মেলায় স্থাপিত প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সাথে তাদের পালিত পশুপাখির জাত ও যতœ সম্পর্কে খোঁজ খবর নেন।

প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি এবং বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি প্রদর্শন করেন। এছাড়া মেলায় প্রাণিসম্পদ প্রযুক্তির বিভিন্ন স্টলও স্থান পায়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!