জাতীয় বিপ্লব সংহীত দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত “আগামী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী জেলার দশমিনা আরজবেগী ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
সভা অনুষ্ঠিত হয় আরজবেগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
সভায় সভাপতিত্ব করেন আরজবেগী ইউনিয়ন বিএনপি সভাপতি এ্যাড. মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফখরুজ্জামান বাদল ও জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন জহিরুল ইসলাম প্যাদা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু। অন্যান্য বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন যোবায়ের হোসেন আককাস এবং সাবেক আহবায়ক দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সভায় বিএনপি’র অঙ্গ সহযোগী সাংগঠনিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

