গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও আনন্দমুখর পরিবেশে ‘পিঠা উৎসব–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন অংশ নেন।
এতে নারী উদ্যোক্তাদের তৈরি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চেচকাটা, পুলি, নারকেলি, সন্দেশসহ নানা ধরনের শীতের সাজানো পিঠা প্রদর্শন করা হয়। এছাড়া এসব হরেক রকম বাহারি পিঠার স্বাদ নেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “পিঠা উৎসব কেবল আনন্দ–উৎসব নয়; এটি নারীদের স্বহস্তে তৈরি পণ্য প্রদর্শন, উদ্যোক্তা তৈরি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

