AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
হালদা নদীর মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায়

আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার



আনোয়ারা–কর্ণফুলীর যৌথ উদ্যোগে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর অস্তিত্ব রক্ষা ও নদীভিত্তিক মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বাস্তবায়িত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এ সেমিনারের আয়োজন করে। বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা এবং কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্থানীয় জেলে ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ইউএনও তাহমিনা আক্তার বলেন, “হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। এই নদীকে বাঁচাতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মানার মধ্যেই হালদাকে টিকিয়ে রাখার পথ রয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা বলেন, “অবৈধ জাল দিয়ে মাছ শিকার, বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও অন্যান্য মানবসৃষ্ট কর্মকাণ্ড হালদার জন্য ভয়াবহ হুমকি। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক তাঁর উপস্থাপনায় হালদা নদীর বর্তমান অবস্থা, মা মাছ সংরক্ষণ, ডিম সংগ্রহের ঐতিহ্য, চলমান প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, হালদার প্রজননক্ষমতা বজায় রাখতে নদীর গভীরতা, প্রবাহ এবং পানি মান অক্ষুণ্ন রাখা অত্যন্ত জরুরি।

স্থানীয় জেলে ও ক্ষুদ্র মৎস্যজীবীরা সেমিনারে অংশ নিয়ে বলেন, নদীতে অবৈধ জাল অপসারণের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান এবং নদী সংরক্ষণে তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। তারা নদীর পানি দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন।

সেমিনারের মাধ্যমে হালদা নদী ও এর মৎস্য সম্পদ রক্ষায় সকল স্টেকহোল্ডারের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!