AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাঠে জমে উঠেছে প্রার্থীদের গণ-সংযোগ


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৪:৪০ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাঠে জমে উঠেছে প্রার্থীদের গণ-সংযোগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনে (মুকসুদপুর-কাশিয়ানী) ভোটের পরিবেশ এখন বেশ সরগরম। প্রধান রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে গ্রাম থেকে শহর, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন গণসংযোগ ও প্রচারণায়।

আসন ও ভোটার তথ্য
গোপালগঞ্জ-১ আসনটি দুই উপজেলা নিয়ে গঠিত। মুকসুদপুর উপজেলায় রয়েছে ১ পৌরসভা ও ১৬ ইউনিয়ন, কাশিয়ানী উপজেলায় ৭ ইউনিয়ন। মোট আসনে ১ পৌরসভা ও ২৩ ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৪,০৭,৭৬২ জন, যার মধ্যে পুরুষ ২,০৭,৫১৮ এবং নারী ২,০০,২৪৪ জন।

বিএনপি প্রার্থী: সেলিমুজ্জামান সেলিম
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম প্রতিদিন গণসংযোগ, কর্মী সভা ও কৌশলগত পরিকল্পনায় ব্যস্ত। কাশিয়ানীর মহেশপুরের সম্ভ্রান্ত মোল্লা পরিবারে জন্ম নেওয়া তিনি ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি (১৯৮৯), দু’বার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য (১৯৯৬/৯৭) এবং ২০০৮ সালের নির্বাচনে এ আসনে প্রার্থী ছিলেন। বিএনপি তৃণমূল মনে করছে, এবার তার অবস্থান আগের তুলনায় শক্তিশালী।

ইসলামী আন্দোলন প্রার্থী: মো. মিজানুর রহমান
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মাঠে সক্রিয়, মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে ব্যস্ত। তিনি মনে করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং একক আধিপত্য থাকবে না। ২০১৮ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

জামায়াতে ইসলামী প্রার্থী: মাওলানা আব্দুল হামিদ
সাবেক অধ্যক্ষ ও জেলা আমির মাওলানা আব্দুল হামিদ প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ শিক্ষকজীবনের কারণে তার শিক্ষক-ছাত্র নেটওয়ার্ক ও এলাকাজুড়ে গ্রহণযোগ্যতা রয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন।

ভোটের পরিস্থিতি
প্রধান তিন দলের প্রার্থীর পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও মাঠে প্রস্তুতি নিচ্ছেন। ভোটারদের সঙ্গে কথোপকথনে দেখা গেছে, ওপেন প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি হচ্ছে। অনেক ভোটার মনে করছেন, বিএনপির সেলিমুজ্জামান সেলিম এবার শক্ত অবস্থানে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন ৪,০৭,৭৬২ ভোটারই।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!