বরগুনা জেলার সদর থানার দুর্ধর্ষ ডাকাতি মামলার পলাতক ডাকাত সরদার সোহাগকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১।
র্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে বরগুনা জেলার সদর থানাধীন সোনাখালী শিপের খাল এলাকার জনৈক হাসান শিকদারের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার পলাতক ডাকাত মোঃ সোহাগ মল্লিক (৪০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ বরগুনা জেলার সদর উপজেলার মনসাতলী শশাতলা গ্রামের বাসিন্দা, মোজাফ্ফর মল্লিকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বাদী মোসাঃ হাফসা (২৪) পেশায় গৃহিনী। তার স্বামী ও পিতা মালয়েশিয়ায় প্রবাসী হওয়ায় বাদী তার মায়ের সঙ্গে বাবার বাড়িতে বসবাস করতেন।
ঘটনা ঘটে ২০ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে। রাতের খাবার শেষে বাদী ঘটনাস্থল বরগুনা থানাধীন তার পিতার পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী চৌচলা টিনের বসত ঘরের সামনের বারান্দার খাটে ঘুমিয়ে পড়েন।
দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা ৫ জন ডাকাত বাদীর বসত ঘরের পূর্ব পাশের বারান্দার রডের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাদীর মাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাতে থাকা দা ও শাবল দিয়ে বাদী ও পরিবারের অন্যান্য সদস্যদের এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। ডাকাতরা ঘরে থাকা পরিবারের লোকদের শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং দেশীয় অস্ত্রের দ্বারা ভয় সৃষ্টি করে।
ডাকাতদল লুট করে নিয়ে যায় কয়েক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, রাউটার, আয়রন মেশিন, চুল কাটার মেশিন, পাওয়ার ব্যাংক, চার্জার এবং নগদ ৪০ হাজার টাকা, যার আনুমানিক মূল্য ৬,৯৮,২৯৯ টাকা। বাদী তার অভিযোগে তালতলী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখিত ঘটনায় জড়িত আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত মোঃ সোহাগ মল্লিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

