চুয়াডাঙ্গার দামুড়হুদায় সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুল মোড় এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই বন্ধু প্রাণ হারান। নিহতরা হলেন—লোকনাথপুর গ্রামের সেলিম (২২) ও তানজিল (২৩)।
স্থানীয় সূত্র জানায়, বন্ধুরা মোটরসাইকেলে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর ফলে মোটরসাইকেল গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান সেলিম, গুরুতর আহত তানজিলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে বিকেলে তারও মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর বলেন, “অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় গত রোববারও বাস চাপায় নিহত হয়েছেন রমজান (২৮) ও পারভীনা খাতুন (৪৫)। গত দুই দিনে জেলার সড়ক দুর্ঘটনায় মোট চারজন প্রাণ হারিয়েছেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

