শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন-হাদীস নিয়ে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার দক্ষিণ লংগরপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২১ নভেম্বর সোহাগ আলী তার ফেসবুক আইডিতে কটুক্তিমূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লী ও যুবসমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একইদিনে হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় রবিবার দুপুরে উত্তেজিত এলাকাবাসী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

