AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা



হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুরের মহারাজপুর শাহ গুলজারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কওমি ও হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুফতি ওলিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক এনামুল হাসান মাসুদ এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইখলাচুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ওলিউল্লাহ বলেন, “কুরআন শিক্ষার বিকাশ এবং কুরআন মুখস্থকারী তরুণদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। কুরআনের আলোই সমাজ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও মুকসুদপুর উপজেলা শাখার মাধ্যমে নিয়মিত কুরআন শিক্ষা ও প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। স্থানীয় আলেম, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!