AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশ ও জাতির উন্নয়নে কাজ করব: মাও. আবুল কালাম আজাদ


Ekushey Sangbad
ইকবাল হোসাইন, কয়রা, খুলনা
০৫:৩১ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

দেশ ও জাতির উন্নয়নে কাজ করব: মাও. আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা–৬ (কয়রা–পাইকগাছা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে তিনি কয়রা উপজেলার বাগালি ইউনিয়নে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নিজ হাতে মাটি কেটে বাঁধ নির্মাণে সহায়তা করেন, যা উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বাঁধ রক্ষণাবেক্ষণের দুরবস্থা দূরীকরণে স্থায়ী সমাধানের আশ্বাসও দেন তিনি।

পরিদর্শন শেষে তিনি গতরাতে শুঁটকি পল্লীতে সংঘটিত অগ্নিকাণ্ডের স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

পরে এলাকায় বিশাল গণসংযোগ ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় পুরো সভা জুড়ে। এ সময় খুলনা জেলা জামায়াতে ইসলামী, কয়রা উপজেলা জামায়াতে ইসলামীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাগালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর অহিউল্লাহ বলেন, কয়রা–পাইকগাছা আসনে মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লার কান্ডারি হিসেবে এলাকাবাসীর ব্যাপক আস্থা অর্জন করেছেন। দলমত নির্বিশেষে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি ও সাধারণ মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং তাদের সমস্যা–সংকট সরেজমিনে দেখার উদ্দেশ্যে তিনি প্রতিদিনই মাঠে কাজ করছেন। মানুষের সেবায় নিবেদিত এই মজলুম, দ্বীনি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইতোমধ্যেই কয়রা–পাইকগাছা জনপদে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে এলাকার মানুষের দৈনন্দিন ভোগান্তি দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ, সুচিকিৎসার ব্যবস্থা এবং উপকূলীয় এলাকায় শিক্ষা সম্প্রসারণে কাজ করবে জামায়াতে ইসলামী। মানুষের ভাগ্য পরিবর্তন এবং স্থানীয় সকল সমস্যার স্থায়ী সমাধানই আমার প্রধান অঙ্গীকার। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবো।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!