ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে আটক দুই মাদক সেবনকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ রায় দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইনস্পেক্টর সাকিলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ শহরের জগথা হঠাৎপাড়া এলাকা থেকে নূর হোসেন ও হোসেন নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ নেশাজাতীয় ৯ পিচ ট্যাবলেট ট্যাপেন্টাডল এবং সামান্য পরিমাণ গুঁড়ো মাদক উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এলাকায় অবৈধ মাদক ব্যবসা দমন করার জন্য এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

