নেত্রকোনার মদন উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মদন সদর ইউনিয়নের ফেকনী হাওরের কৃষিজমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দিদারুল হক (২৫) তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মো. রহিছ উদ্দিনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মদন ইউনিয়নের ফেকনী হাওরে মাছ ধরতে গিয়ে মৎস্যশিকারীরা চায়না দুয়ারী জাল তুলতে গেলে পানিতে চিৎ হয়ে থাকা লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মদন থানার ওসি মো. শামছুল আলম শাহ জানান, “ফেকনী হাওর থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

