বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে, তখনই দেশের শ্রমজীবী মানুষ ও কৃষকদের উন্নয়নে কাজ করেছে। আগামীতে বিএনপি আবারও সরকার গঠন করলে কৃষক-শ্রমিকসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মোংলায় প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণকালে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মোংলা খানজাহান বাজার সাহেবের মাঠে বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে গরিব কৃষকদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে দলের মানবিক রাজনীতির ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি করতে হবে।
মোংলা উপজেলা কৃষকদলের সভাপতি ওবায়দুল হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল হালিম খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাবেক পৌর যুবদল সভাপতি এমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মিঠু, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর উদ্দিন টুটুল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহসভাপতি মহাসীন পাটোয়ারী, মোংলা উপজেলা কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, পৌর কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক সেহেল হাওলাদার ।
প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

