বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো এক আন্তরিক, অংশগ্রহণমূলক এবং মানবিক উঠান বৈঠক।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম যার পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ১৭,৫০০ মা–বোন ও সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার বিতরণ করা হয়।
মাঠপর্যায়ের মানুষের মুখে ছিল স্বস্তি, প্রত্যাশা ও কৃতজ্ঞতার ছাপ। শুধু উপহার পাওয়া নয় রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, জনগণের অধিকার কোথায় এবং কীভাবে এই ৩১ দফা দেশের রাজনৈতিক–প্রশাসনিক ক্ষেত্রকে নতুনভাবে দাঁড় করাতে পারে এসব প্রশ্নের জবাবে উঠে এসেছে নেতৃত্বের দায়িত্বশীল অবস্থান।
উঠান বৈঠকে বক্তারা বলেন, “৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়; এটি মানুষের জীবনের মর্যাদা পুনর্গঠনের নীলনকশা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কগণ, সম্মানিত সদস্যবৃন্দ, ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দৃষ্টান্তমূলক ভূমিকা রাখা নেতাকর্মীরা। সবার উপস্থিতি এবং সমন্বিত প্রচেষ্টা কর্মসূচিকে রূপ দিয়েছে একটি ঐক্যবদ্ধ সামাজিক পরিবর্তনের অগ্রযাত্রায়।
স্থানীয় জনগণ জানান, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক সহায়তা নয়; বরং রাজনৈতিক নেতৃত্বের মানবিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। সাধারণ মানুষের দোরগোড়ায় রাজনৈতিক পরিকল্পনা পৌঁছে দেওয়া এটাই গণতান্ত্রিক সংস্কৃতির শক্ত ভিত্তি।
দিনব্যাপী এ আয়োজন ভালুকার গ্রামীণ জনপদে নতুন আলো ছড়িয়েছে একদিকে মানবিক সহায়তা, অন্যদিকে গণমানুষকে উদ্দেশ্য করে ভবিষ্যতের রাষ্ট্রচিন্তার বার্তা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

