সিরাজগঞ্জের শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিতের উদ্যোগে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শাহজাদপুরের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী সংসদ নির্বাচনে জনসমর্থন পেয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই অঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। সারা দেশের সঙ্গে সুষম উন্নয়নের ধারাবাহিকতায় শাহজাদপুরের প্রতিটি এলাকাকে উন্নয়নের আওতায় আনা হবে।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ নির্ণয়, বিনামূল্যে ওষুধ প্রদান, চোখের ছানি ও তালুকাটা অপারেশনের জন্য রোগী বাছাই করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

