আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা–৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছে পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির নেতা–কর্মীরা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শরৎনগর বাজার এলাকায় ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনসাধারণের মাঝে তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ।
পাবনার গুরুত্বপূর্ণ এই আসনে বিপুল ভোটে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে বিজয়ী করার লক্ষ্যে নেতা–কর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ বলেন,“পাবনা–৩ আসনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব ঘটবে। এই আসনটি আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব, ইনশাআল্লাহ।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

