বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চলাচল সহজতর করা এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,“শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। সঠিক পরিচর্যা ও সহায়ক উপকরণ পেলে এই শিশুরা সমাজের বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সবসময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে রয়েছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার পিপুল চন্দ্র নাথ বলেন,“সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে প্রকৃত দুস্থ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নতুন হুইলচেয়ার পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

