কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উলিপুর শহীদ মিনার চত্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ স্বাধীন ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু সেই অংশের যারা নষ্ট রাজনীতি লালন করেছে।”
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দক্ষিণ থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাস আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাদের, ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নুর মোহাম্মদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট মোহাম্মদ কামাল কবির (লিটন)।
বক্তারা আরও বলেন, “দেশ স্বাধীন ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। ভাগ্য পরিবর্তন হয়েছে শুধু যারা নষ্ট রাজনীতি লালন করেছে। ইসলামী রাজনৈতিক দল ক্ষমতায় এলে দেশের জনগণের জান-মালের নিরাপত্তা, চিকিৎসাসহ সকল ন্যায্য অধিকার নিশ্চিত করবে। ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল কখনো চুরি ও ডাকাতির সাথে সম্পৃক্ত হয়নি এবং ভবিষ্যতেও থাকবে না। সকল নেতা-কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক ইসলামী রাজনৈতিক দলের পক্ষে কাজ করার ও ভোট প্রদানের আহ্বান জানানো হলো।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

