‘নিরাপদ জনপদ ও মডেল উপজেলা গড়তে চাই’—এই স্লোগানকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা মাওলানা মো. মোবারক হোসাইন-এর পক্ষ থেকে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় মোট ১২ জন নারী-পুরুষ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. এনাম খাঁ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মোবারক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ রোকন উদ্দিন, জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলার আমীর মো. শাহজাহান ভুইয়া এবং জেলা কর্মপরিষদের সদস্য আবুল বাসার ভুইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মো. তারেকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রুবেল ইসলাম, মো. সাহার আলী, বরকত উল্লাহ খন্দকার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

