কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের নাশকতা সৃষ্টি করার চেষ্টা প্রতিরোধ এবং জুলাইসহ সকল গণহত্যার দ্রুত বিচার কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা শাখা।
সংগঠনের জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল সভাপতিত্বে এবং জেলা সংগঠন বিভাগের সম্পাদক শাহিদুল ইসলাম তালহার পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, সদস্য হাকিম নিজাম উদ্দিন, জেলা সহ-সভাপতি শাহ মিসবাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, জেলা আমেলা সদস্য উবায়দুর রহমান আকিব, জেলা ছাত্র মজলিসের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শাফী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মোঃ হাদী আলম, ছাত্রনেতা আতাউর রহমান, শহর সভাপতি এহসান আহমদ, আহমদ সাকিব, হাফিজুর রহমান জুবায়ের আহমেদ প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

