সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তার আবেদনের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা।
ঘটনার দিন, আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথা-কাটাকাটির পর ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাংচুর করে। প্রতিবাদ করার সময় সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে তিনি দলের কাছে আবেদন করলে তা বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

