তরুণ কণ্ঠশিল্পী রিমা শেখ-এর কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘বন্ধু আমার ভীষণ স্বৈরাচার’। গানটির কথা লিখেছেন শান্ত বিশ্বাস, সুর করেছেন এসকে খোকন। প্রযোজনা করেছে সোহেল হাওলাদার। আগামীকাল গানটি প্রকাশিত হবে এস ব্যাক মিউজিক (S Back Music)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
জন্মসূত্রে কুড়িগ্রামের মেয়ে রিমা শেখ বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় বসবাস করছেন। তরুণ এই প্রতিভাবান শিল্পী বর্তমানে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (Northern University Bangladesh)-এর ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত। অল্প সময়ের মধ্যেই তিনি সংগীতপ্রেমীদের কাছে নিজের সুমধুর কণ্ঠ ও অভিনব পরিবেশনার মাধ্যমে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
ইতিমধ্যে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ১২টি মৌলিক ও কভার গান প্রকাশিত হয়েছে, যার মধ্যে কয়েকটি গানই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নতুন গানটি প্রকাশের আগেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।
গানটির প্রযোজক সোহেল হাওলাদার জানান, “গানটি ব্যতিক্রমী কথামালা ও আধুনিক সংগীত বিন্যাসে তৈরি হয়েছে। শ্রোতারা একটি আলাদা অনুভূতি পাবেন।”
অন্যদিকে রিমা শেখ বলেন, “সংগীত আমার জীবনের ভালোবাসা। ‘বন্ধু আমার ভীষণ স্বৈরাচার’ গানটি আমার কাছে অনেক বেশি স্পেশাল। আশা করি, শ্রোতারা গানটি ভালোবাসবেন।”
এই গানটির মাধ্যমে তরুণ প্রজন্মের সংগীতাঙ্গনে রিমা শেখ আরও একধাপ এগিয়ে যাবেন বলে আশা করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

