রাজশাহীর তানোরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উপজেলা সিভিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিপি অফিসের সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ডাসকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মদন দাসের সভাপতিত্বে এবং উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী সুদেশ চন্দ্রের উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর বিএমডিএ`র সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) দায়িত্বপ্রাপ্ত জামিনুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) কমিটির চেয়ারপার্সন মফিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, মিজানুর রহমান, আব্দুস সবুর, বকুল হোসেন ও সারোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় পর্যায়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

