AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতকর্মীর হাতে দুই বোন লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:১৬ পিএম, ১৩ নভেম্বর, ২০২৫

জামায়াতকর্মীর হাতে দুই বোন লাঞ্ছিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় বিএনপির দুই নারী কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে নিলুফা ইয়াসমিনকে স্যান্ডেল দিয়ে মারধর করা হয় এবং তার বোন নূরবানুর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর নূরবানু রাতেই কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় হরিয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদা হাবিবা, নগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটসহ অন্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে জামায়াত নেতা নুরুল ইসলাম তাদের জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইতে বলেন। রাজি না হওয়ায় তিনি গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করেন।

অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, “আমি কেবল তাদের একবার ধাক্কা দিয়েছিলাম।”
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, জিডিটি আদালতে পাঠানো হয়েছে; আদালতের অনুমতি পেলেই তদন্ত শুরু করা হবে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!