মানিকগঞ্জের হরিরামপুরে ক্যাশ মেমো ব্যতীত সার বিক্রি ও বীজ বিক্রয়ের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ২ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঝিটকা বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীশরাত হোসেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল।
অভিযানে সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত মূল্যেই সার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের সার বিক্রি করতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নির্ধারিত সারের মূল্য কৃষকদের জানাতে প্রত্যেক সার ডিলার ও খুচরা ব্যবসায়ীর দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা নিয়মিত সারের বাজার তদারকি করছি। এছাড়া সারের ডিলারদের গুদাম পরিদর্শন অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে সারের কোনো সঙ্কট হবে না, ইনশাআল্লাহ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

