নওগাঁর পত্নীতলায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযানের নির্দেশের প্রতিবাদে এবং এসব ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি-শ্রমিক ঐক্য পরিষদ। এসময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও পৌঁছে দিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে সমাবেশ ও মানববন্ধনে তিন শতাধিক মালিক-শ্রমিক অংশগ্রহণ করেন।
জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৮ অক্টোবরের নির্দেশে চলতি মৌসুমে ইট না পোড়ানোর জন্য জানিয়েছে। এই নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উক্ত ইটভাটা ভেঙে দেওয়া হবে। এছাড়া সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকেও ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি শাহ মো. হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, “উপজেলায় কোনো শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা নেই। সচল ১৫টি ইটভাটায় প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিটি ভাটায় কমপক্ষে ২৫০-৩৫০ শ্রমিক কাজ করেন। এসব ইটভাটা প্রায় ২০-৩০ বছরের অধিক সময় ধরে চালু রয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

