AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ভালুকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
১১:০৫ এএম, ১২ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ভালুকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আগামী ১৩ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এই বিক্ষোভ মিছিল পালিত হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শহিদুল আমিন খসরুর প্রত্যক্ষ দিকনির্দেশনায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্ন, ত্যাগী ও সংগঠনে গ্রহণযোগ্য নেতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোকসেদুল ইসলাম ইকবাল।

ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্বেচ্ছাসেবক দল ছাড়াও যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়াজ তোলেন “তেরো তারিখ সারাদিন, লীগ ধরে জেলে দিন” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান। একই সঙ্গে তারা আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান তুলে ধরেন।

সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!