শেরপুরের নকলা উপজেলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে জীবননগর কৃষি অফিসে কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, “গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় আমাদের এক সহকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা আজ এই কর্মবিরতি পালন করছি।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার বকুল হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
কর্মবিরতিতে তারা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি সকল কৃষি কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনের অফিসে ঢুকে তার ওপর হামলার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

