মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যায় উপজেলার সিদ্ধিখোলা এলাকায় ঘটে। নিহত মো. আব্দুল্লাহ (২১) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামের কালু ব্যাপারীর ছেলে। আহতরা হলেন সাব্বির ও রিফাত। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল্লাহ বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে আব্দুল্লাহ নিহত হন এবং মোটরসাইকেল চালকসহ দুই আরোহী আহত হন।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অখিল সরকার জানান, গুরুতর অবস্থায় তিনজনকে আনা হয়েছিল; চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

