AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৪:৩২ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

নাটোরের নজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দুটি পৃথক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিচারক মো. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে, অপহরণের দায়ে ফিরোজ আহমেদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম দণ্ড দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বিদ্যালয়ের ফটকের সামনে থেকে এক পরীক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যান। পরে রাজশাহীর এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। ওই রাতেই ভুক্তভোগীর পরিবার গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এরপর র‍্যাব অভিযান চালিয়ে ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে।

চার্জগঠন ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুইজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মুন্সী আবুল কালাম আজাদ বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!