বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ নেতা ফারুক হোসেন ওরফে ‘সিঙ্গার ফারুক’-কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন মৃত আব্দুল মান্নান ওরফে হোসেন আহমেদের পুত্র এবং ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া আলেখার বাড়ির বাসিন্দা। তিনি উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, নুনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ নভেম্বর বিকেলে রামগঞ্জ থানার এএসআই সাহা স্বপন ও এএসআই মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।
ফারুক হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে— জিআর ১২৩/২০২২, জিআর ১৫৩/২০২৩, সিআর ৪৮৫/২০২৩, সিআর ৫৩/২০২৪, নারী ও শিশু নির্যাতন দমন মামলা নং ৬৪/২০১৬ (জিআর ১৫) ইত্যাদি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বলেন, “গ্রেপ্তারকৃত ফারুক সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারসহ বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

