বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও সমমনা আট দলীয় জোটের অন্যতম সংগঠক শায়খুল হাদীস মুফতি মুসা বিন ইযহার চৌধুরী বলেছেন, “গণমানুষের প্রত্যাশা পূরণ, ইসলামি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনই নেজামে ইসলাম পার্টির মূল লক্ষ্য।” তিনি বলেন, দেশের প্রতিটি সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নাগরিকের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই একটি ন্যায়ের সমাজ ও শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে হকপন্থী সকল ইসলামী দলসমূহের ঐক্যের বিকল্প নেই। দেশের জনগণ এখন ইসলামী শক্তিকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় হুমকি ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আধিপতবাদী ও উগ্র হিন্দুত্ববাদী অপশক্তি। এদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশের সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষ গুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত “বর্তমান প্রেক্ষাপট ও রাষ্ট্র গঠনে আলেম-উলামার করণীয়” শীর্ষক উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন । সোমবার (১০ অক্টোবর) হাটহাজারীর হোটেল জামানের হলরুমে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন পার্টির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমীর মুফতি মুহাম্মদ আলী কাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আন্তর্জাতিক বিষয়ক সচিব, সমাজসেবক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
সাংবাদিক মাওলানা আজগর সালেহীর সঞ্চালনায় এবং মাওলানা মাহমুদুল হাসানের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সম্মেলনে বক্তব্য রাখেন পার্টির নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সহ সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সমাজ কল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, স্বাস্থ্য বিষয়ক সচিব কারি ফজলুল করিম জিহাদী, মাওলানা কারি ইসা, মাওলানা আজিজুল হক আরমান, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বই প্রতীক নিয়ে পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা জাকারিয়া খালেদ, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের খেজুরগাছ প্রতীকের প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, একই আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মতিউল্লাহ নূরী, রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা ওজাইর আহমদ হামিদী এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে নেজামে ইসলাম পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুহাম্মদ আলম।
এ ছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা কামাল উদ্দিন, মুফতি কাউছার, মাওলানা শোয়াইব সোলায়মানী, জনাব আবুল বশর ও মাওলানা আব্দুস সালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুনসুরুল হক, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ইফাজুর রহমান আফাজ, মাওলানা ইরফান রহমানী, মাওলানা ইয়াকুব, মুফতি আমিনুল ইসলাম, মাওলানা আজিজুল হক, মাওলানা খালেদ, মুফতি আতাউল্লাহ, মাওলানা খোরশেদ, মাওলানা নূর রহমান ও মাওলানা জামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি তারেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল, মুহাম্মদ উসমান ও মোহাম্মদ ফয়সালসহ অসংখ্য ওলামা-মাশায়েখ, শিক্ষক ও দলীয় নেতাকর্মী।
আলোচনা পর্ব শেষে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার কমিটি পুনর্গঠন করা হয়। নবগঠিত কমিটিতে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে নতুন প্রাণসঞ্চার ঘটে। নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন এই কমিটি মাঠ পর্যায়ে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মুসা বিন ইযহার চৌধুরী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

