বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভি-র স্টাফ রিপোর্টার এবং স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্বাছ হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের জেরে অজ্ঞাত স্থান থেকে তিনটি পৃথক মোবাইল নম্বর ব্যবহার করে কল করে তাকে এবং তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
হুমকির ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোনাফ জানান, “বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, সাংবাদিক আব্বাছ হোসেনকে হুমকির ঘটনায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

