AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
ইযাজুল হক , ফরিদপুর
০৩:৫৬ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

ফরিদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি সামনে রেখে ফরিদপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও বাস মালিক সমিতির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পিপিএম।

সভায় পুলিশ সুপার বলেন, “জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যদি আইন-শৃঙ্খলা ভাঙার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ফরিদপুরে যেন কোনোভাবে বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ সন্দেহজনক বা অস্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরিদপুর বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!