বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, জনগণ তাদের আর ক্ষমা করবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গাড়ি পোড়াবে, দেশের সম্পদ ধ্বংস করবে, আর দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে— তা হতে পারে না। তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, মানুষ তাদের ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “সাহস থাকলে শেখ হাসিনা জনগণের সামনে আসুন। খালেদা জিয়া ছয় বছর কারাগারে ছিলেন, আপনি আসুন, সাত-আট বছর জেলে থাকুন।”
বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, “এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে যাবে।”
ক্ষমতায় গেলে দলের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সরকারে এলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা হবে।”
শিক্ষা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শরীরচর্চা ও সংগীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এতে শিক্ষাব্যবস্থায় এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক উজ্জ্বল নাম। তিনি নতুন রাজনৈতিক দর্শনের সূচনা করেছিলেন, যা আজও প্রাসঙ্গিক।”
সভায় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহসভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ অন্য নেতারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

