সশস্ত্র বাহিনীকে প্রদত্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাসের জন্য সম্প্রসারিত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে এই ক্ষমতা আগামী ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও নির্ধারিত সময় পর্যন্ত এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ সেপ্টেম্বর সারাদেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রথমবারের মতো ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। পরে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

