গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজারে অবস্থিত অবৈধভাবে পরিচালিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জনের নির্দেশে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মণ্ডল অভিযান পরিচালনা করে ল্যাবটি সিলগালা করেন। এসময় ল্যাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান বা কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুমোদন ছাড়াই ল্যাব পরিচালনা করে আসছিল। অভিজ্ঞ ডাক্তার ও ল্যাব টেকনিশিয়ান না থাকলেও বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে এবং সিজার করা হতো।
অভিযানে ল্যাবের ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, ল্যাব টেকনিশিয়ানের সনদসহ প্রয়োজনীয় আইনগত কোনো অনুমোদন পাওয়া যায়নি। স্বাস্থ্য ঝুঁকি ও আইনি অসঙ্গতির কারণে ল্যাবটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মণ্ডল বলেন, “অবৈধভাবে চিকিৎসা সেবা পরিচালনা করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, বৈধ ও দক্ষ জনবল ছাড়া ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করলে ভুল প্রতিবেদন তৈরি হতে পারে, যা রোগীর ভুল চিকিৎসা ও জীবনহানির আশঙ্কা বৃদ্ধি করে। তাই এ ধরনের অভিযান চলমান রাখা অপরিহার্য।
এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তাওহীদ রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

