গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেখানে কারো ভোট কেউ কেড়ে নিতে পারবে না। বিগত দিনের মতো রাতের আঁধারে ভোট দেয়ার সুযোগ আর থাকবে না। এবার জনগণ নিজেরাই যার পক্ষে চান, তাকেই ভোট দেবেন।”
শনিবার (৮ নভেম্বর) রাত ৮টায় মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের কোনো নির্বাচনে জনগণের ভালোবাসা হারাননি। তাই আসুন, আমরা গোপালগঞ্জ থেকে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন, জনগণের অধিকার ও আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করি। নিজেদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
সম্মেলনে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি আউয়াল ফকির ও বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার মেয়র সাজ্জাদ করিম মন্টু, বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন মিন্টু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু শিশির মণ্ডল, ব্যারিস্টার সাজিদ আহমেদ, মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতা সেন্টু মৃধা, সিদ্দিক মৃধা ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবীর হাসান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী, কাজী রানা হাসিব, সিপন মোল্লা, নাঈম শেখ, পৌর মহিলা দলের নেত্রী নিশাত জাহানসহ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, বদিরুজ্জামান খান বিল্টু, ইউনিয়ন বিএনপি নেতা নাহিদ ইসলাম, যুবদল সভাপতি হিমেল খন্দকার, ক্রীড়া সম্পাদক রাজু সরদার এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

