নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড, হারোয়া গ্রামের বনপাড়া বাজারের হালদার আরোগ্যলয়ের মালিক ও চিকিৎসক রন্জিত কুমার হালদার রাত প্রায় ১টার দিকে মারা গেছেন। শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েকবার স্ট্রোক করেছেন। ভারতে চিকিৎসা নেওয়ার জন্য ভিসার সমস্যার কারণে তিনি বাইরে যেতে পারেননি।
রন্জিত কুমার হালদার প্রথমে পাটোয়ারী হাসপাতালে সহযোগী হিসাবে কাজ করেছিলেন। পরে বনপাড়া বাজারে হালদার আরোগ্যলয় প্রতিষ্ঠা করে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি সৎ ও গরীবের চিকিৎসক নামে পরিচিত ছিলেন। রোগীর পাশে দাঁড়াতেন বিনামূল্যে; গরীব হলে কোন প্রকার অর্থ নিতেন না।
তার মৃত্যু খবর পেয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ ছালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বনপাড়া পৌরসভার বিএনপি নেতা ও মহুরীবাড়ি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকতার হোসেনসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও বন্ধুবান্ধব তার বাসায় উপস্থিত হয়ে শোক জানান।
আজ বিকাল ৪টার সময় হারোয়া শ্মশানে তাকে দাফন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

