লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দুলাল হোসেন এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি খোরশেদ রাব্বানী।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা উত্তর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এল রহমান ও যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. আবু নাছের শেখ।
সভায় বক্তব্য রাখেন ইয়াছিন আলী, তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির অগ্রণী বাহিনী, যারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ভাটরা ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

