AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহীতে ওয়ানগালা ও লবাণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:০৪ পিএম, ৮ নভেম্বর, ২০২৫

রাজশাহীতে ওয়ানগালা ও লবাণ উৎসব ২০২৫ অনুষ্ঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ওয়ানগালা ও লবাণ উৎসব ২০২৫। মহানগরীর বাগানপাড়ায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবে রাজশাহী বিভাগের পাশাপাশি ময়মনসিংহ ও দিনাজপুরের গারো, সাঁওতাল, পাহাড়িয়া, মাহালী, উরাওসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দেড় হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

উৎসবের সভাপতি নকমা লোটাস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ জেভাস রোজারিও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার দীন মোহাম্মদ, রাজশাহী ক্যাথলিক ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডি, কারিতাস বাংলাদেশের রাজশাহী আঞ্চলিক পরিচালক ড. অরোক টপ্য, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, রাজশাহী পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি রুকসানা হুদা, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মিস সুলতা এবং উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জার পালকীয় পরিষদের ভাইস চেয়ারম্যান ফ্রান্সিস সরেন।

অনুষ্ঠানে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ফসল উৎসর্গ করা হয়। এছাড়া গারো, উরাও, সাঁওতাল, পাহাড়িয়াসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা তাদের নতুন ফসল উৎসর্গ করেন এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!