চট্টগ্রাম নগরীর ৮ আসনে গণসংযোগকালে বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) আসরের নামাজের পর বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িপুকুরপাড় এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলম এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি আবু আকতার। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. আজিজুল হক চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, আলহাজ মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খান তরুণসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, “চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

