AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটিয়া থানার ওসির বিরুদ্ধে আদালতে অভিযোগ



পটিয়া থানার ওসির বিরুদ্ধে আদালতে অভিযোগ

চট্টগ্রামের পটিয়া থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ও চুরির স্থলে ডাকাতির ধারা সংযুক্তির আবেদন করা হয়েছে। পটিয়া কোলাগাঁও ইউনিয়নে গরু ডাকাতির ঘটনায় বাদীর দায়ের করা এজাহার পরিবর্তন করে চুরির মামলা নেওয়ায় এ অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদের আদালতে মোহাম্মদ ফোরকান এ আবেদন করেন। আবেদনে বাদী উল্লেখ করেন, তার খামার থেকে গত ২৪ আগস্ট ৮/১০ জন ডাকাত দল দারোয়ান বাহাদুরকে বেঁধে রেখে ৪টি গরু লুট করে নিয়ে যায়। ওই সময় বাদীকে দরজা বাহির থেকে বন্ধ করে ঘরের ভেতর আটকে রাখে। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালারপুল ফাঁড়ির পুলিশ। ডাকাতির পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধারণ রয়েছে।

তাতে দেখা যায়, ডাকাতির সময় এসআই মোহাম্মদ সাইফুল, কনস্টেবল ইয়াছিন ও বেলাল ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেননি। কিন্তু ওসি ডাকাতির ঘটনার এজাহার পরিবর্তন করে নিজের মতো করে লিখে বাদীকে গালমন্দ করে তাতে জোর করে স্বাক্ষর নিয়ে চুরির মামলা হিসাবে নথিভুক্ত করেন ।

এ বিষয়ে বাদী জেলা পুলিশ সুপারের কাছে গত ৩ সেপ্টেম্বর ও  ৮ অক্টোবর ওসির এহেন আচরণ ও ঘটনার দিন পুলিশের দায়িত্বে অবহেলার ঘটনায় ব্যবস্থা নিতে পৃথক দুটি  আবেদন করেন। কিন্তু তাতে কোনো প্রতিকার না পেয়ে ওসির বিরুদ্ধে এজাহার পরিবর্তন করা এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

বাদীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ এনাম, প্রকাশ চক্রবর্তী ও শাহীনা আক্তারসহ একাধিক আইনজীবী শুনানি করেন।বাদীপক্ষের আইনজীবী শাহীনা আক্তার জানান, আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। তবে আদালত পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তার কাছে ডাকাতির ধারা সংযুক্তির জন্য বাদীর আবেদনটি প্রেরণের তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।

 


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!