নোয়াখালীতে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ‘দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নাম ব্যবহার করে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে স্থানীয় বিএনপি নেতাদের দ্বারা। এই ঘটনায় শহরের ব্যবসায়ী, হাউজিং এলাকার বাসিন্দা ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সংলগ্ন হাউজিং এস্টেটের বালুর মাঠে গত ১৬ অক্টোবর থেকে মেলার কার্যক্রম শুরু হয়। ‘দি নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম মতিনের নেতৃত্বে শতাধিক দোকান, স্টল এবং বিনোদনমূলক আয়োজন নিয়ে মেলার কাজ চলছিল।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রশাসনের অনুমতি ছাড়া এই ধরনের মেলা আয়োজনের কারণে এলাকা জুড়ে যানজট, শব্দদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া হাসপাতালের আশপাশে রোগীদের চলাচল ও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
হাউজিং এলাকার বাসিন্দা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “আমরা আওয়ামী লীগ সরকারের সময়ও দেখেছি অনুমতি ছাড়া এমন মেলার আয়োজন। এখন বিএনপিও অনুমতি ছাড়া মেলার কাজ শুরু করেছে—এটা সত্যিই হতাশাজনক।”
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি হাসপাতালের মালিক বলেন, “মেলার কারণে প্রতিদিন তীব্র যানজট ও শব্দদূষণ হচ্ছে। রোগীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
শহরের সামাজিক সংগঠন ও নাগরিক মহল মনে করছে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এ ধরনের বাণিজ্যিক আয়োজন আইনত দণ্ডনীয় অপরাধ। তারা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

